দিনাজপুরের কৃষকেরা আমন ধান চাষ ও রোপনে ব‍্যস্ত সময় পার করছেন

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
ধানের জেলা খ‍্যাত উত্তর বঙ্গের দিনাজপুর জেলায় সময় মত বর্ষার পানি পাওয়ায় আমন ধান চাষের জমি তৈরী ওআমন ধান রোপনে ব‍্যস্ত সময় পার করছে জেলার কৃষকেরা।
ইরি মৌসুমে ধিনের বাম্পার ফলন ওধানের দাম ভাল পাওয়াতে কৃষকেরা খুশি।
তাই আমন ধান চাষ করতে জমি তৈরীতে ব‍্যস্ত কৃষক।
জেলার কোন কোন উপজেলায় ধান রোপন পুরোদমে শুরু হয়েছে বিশেষ করে হাকিমপুর উপজেলায় পুরোদমে আমন ধান রোপন কার্যক্রম চলছে।
দীর্ঘ সময় বৃষ্টির পর গত কয়েক দিন হতে বৃষ্টি না হওয়ার সুবাদে কৃষকেরা আমন ধান রোপন কাজে ব‍্যস্ত।
এ জেলায় এমৌসুমে জিরা শাইল নাজির শাইল গুটি স্বর্না স্বর্ণা ৫ আরো বিভিন্ন প্রজাতির ধান চাষ হয়।
কৃষকেরা বলছেন আবহাওয়া যদি অনুকুল থাকে তাহলে এমাসের মধ‍্যেইআমন ধান রোপন কাজ সমাপ্ত হবে।




error: Content is protected !!