দিনাজপুরের হিলিতে” নো মাস্ক নো সেল ” কর্ম সুটীর প্রথম দিনেই ৩টি দোকান বন্ধ
আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি দিনাজপুর;
দিনাজপুরের হাকিমপুর,হিলিতে করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে মাস্ক বিহীন পন্য ক্রয়-বিক্রয় বন্ধ করতে ” নো মাস্ক নো সেল ” নামক কর্মসূচী চালু করেছে পৌরসভা কতৃপক্ষ। প্রথমদিনেই মাস্ক বিহীন ক্রেতার নিকট পণ্য বিক্রির দায়ে ৩টি পোশাকের দোকানকে বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল থেকে হিলি বাজারে “নো মাস্ক নো সেল” এই কমসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
এসময় তিনি বিভিন্ন দোকানে দোকানে গিয়ে তাদেরকে মাস্ক ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহবান জানান। একই সাথে মাস্ক ছাড়া ক্রেতার নিকট পণ্য বিক্রির দায়ে ৩টি দোকানকে বন্ধ ও সতর্ক করে দেন। এসময় সেখানে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, করোনা ভাইরাসের সংক্রামন রোধে আজ থেকে পৌরসভা এলাকায় মাস্ক ছাড়া কোন দোকানে ক্রয়-বিক্রয় করতে পারবেনা এমন কর্মসূচী চালু করা হয়েছে। এই সিন্ধান্ত অমান্য করলে তার দোকান বন্ধ ঘোষনা করা হবে, এই কর্মসূচী আমাদের অব্যাহত থাকবে।