দু’দিনের ব্যবধানে শার্শায় আবারও দুই কোটি টাকার স্বর্ণ আটক

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২
নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শায় মাত্র দু’দিনের ব‍্যবধানে  আবারও ১৭ পিচ স্বর্ণের বার সহ  মোনতাজ হোসেন (৪৫) নামে এক স্বর্ণ  পাচারকারীকে আটক করেছে বর্ডার  গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা।  শুক্রবার (১৯ আগষ্ট) সকাল ১১ টায় শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে  তাকে আটক করা হয়। আটক মোনতাজ বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে সোনা পাচারের গোপন খবরে, উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মোনতাজকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিচ স্বর্ণের বার ওজন ১ কেজি ৯৮৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। আটক মোনতাজকে শার্শা থানায় সোপার্দ করা হবে বলে জানান বিজিবি’র ওই কর্মকর্তা।
উল্লেখ্য, ১৭ আগষ্ট  বুধবার সকালে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে ১৬ পিচ স্বর্ণের বার সহ জনি নামে এক  পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।



error: Content is protected !!