দুস্কৃতিকারীদের কালো থাবা থেকে তাড়াইল উপজেলা আ’লীগ রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

রুহুল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ আ’লীগ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখাটি দুষ্কৃতকারীদের কালো থাবা থেকে রক্ষার্থে এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফখরুল আলম মুক্তার নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর ২০২০) বেলা ৩টায় উপজেলা আ’লীগের কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল উপজেলা ছাত্র লীগের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, তাড়াইল উপজেলা আ’লীগকে ধ্বংস করার জন্য একটি কুচক্রীমহল উঠেপড়ে লেগেছে। ঐ সমস্ত দুষ্কৃতীকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি আমরা। জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল আলম মুক্তাকে গ্রেফতার করার বিষয়টি আমরা মানি না মানব না। বক্তারা আরো বলেন, ষড়যন্ত্রকারীদের কালো থাবা থেকে তাড়াইল উপজেলা আ’লীগকে রক্ষা করতে হবে।

এ সময় উপস্হিত ছিলেন, আ’লীগ নেতা হামিদুল আলম চৌধুরী নিউটন, উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ নেতা জিয়াউর রহমান,দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ নেতা গোলাপ হোসেন ভুঁইয়া, তাড়াইল উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির ভুঁইয়া, তাড়াইল উপজেলা কৃষকলীগ সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল এবং উপজেলা আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্ব-স্হরের মানুষ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত রোববার (৪ অক্টোবর) রাত ১০ টার দিকে তাড়াইল বাজার এলাকা থেকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অপারেশনাল টিমটি অভিযান পরিচালনা করে একটি বিদেশী রিভলবারসহ সাবেক জেলা ছাত্র লীগের সহ-সভাপতি ফখরুল আলম মুক্তাকে (৩৩) আটক করেছে। ফখরুল আলম মুক্তার নিঃশর্ত মুক্তির দাবীতে ও দুষ্কৃতিকারীদের কালো থাবা থেকে তাড়াইল উপজেলা আ’লীগকে রক্ষার্থে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।




error: Content is protected !!