দূর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধের আশ্বাস জেলা প্রশাসক আব্দুল জলিলের
মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দূর্গাপুর উপজেলা প্রশাসনের নাকের ডগায় রাতদিন চলছে অবৈধ পুকুর খনন কাজ।
গতবছর অবৈধ ও অপরিকল্পিত ভাবে পুকুর খননের ফলে পানি বন্দী হয়েছিল উপজেলার বেশ কিছু ইউনিয়ন। যার খেশারত দিতে হয়েছে সাধারন কৃষক পরিবারের।নষ্ট হয়েছে শতশত বিঘা পানবরজ,ধানক্ষেত, সবজি সহ আরো অনেক ফসল।
বিঘা প্রতি বিশ হাজারে অলিখিত চুক্তিতে উপজেলার নওপাড়ার মরা বিলে ৪০বিঘা পুকুর খনন শুরু করেন নান্দি গ্রামের মাসুদ আর স্কেভেটর সরবরাহ করেছেন ঢাকা আমিন বাজার থেকে আসা ছলিম।কিশমত গনকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর বিলে বরেন্দ্রের পানি সেচের ড্রেন উপড়ে ফেলে ৬০বিঘা পুকুর খনন করছেন কয়ামাজমপুর গ্রামের ছাত্রলীগ নেতা আর স্কেভেটর সরবরাহ করেছেন আলিপুর গ্রামের পানের আড়ৎদার শফিকুল। কয়ামাজমপুর বড় বিলে ৪০বিঘা পুকুর খনন করছেন আকবর আর স্কেভেটর দিয়েছেন হাফিজুর রহমান।জামলই বিলে ৩০ বিঘা পুকুর খনন করছেন সাকা আর ইস্কেভেটর দিয়েছেন ছলিম।
আড়ইল বিলে ২৫বিঘা পুকুর খনন করছেন আশরাফ। ইস্কেভেটর দিয়েছেন ছলিম ও মোশারফ।
বেলঘরিয়ার তেবিলাতে ৫০বিঘা পুকুর খনন করছেন রেজাউল। ইস্কেভেটর দিয়েছেন ছলিম ও মোশারফ। নওপাড়া ইউনিয়নে আংড়ার বিলে অবৈধ ভাবে ২০০ বিঘা পুকুর খনন করছেন আলম, মকলেছ ও ইসলাম। ইস্কেভেটর দিয়েছেন ছলিম ও বাপ্পি।
ঝালুকা ইউনিয়নের আমগাছিতে সরিসাক্ষেত নষ্ট করে ২০ বিঘা পুকুর খনন করছেন ইউপি চেয়ারম্যান মোজাহার আলি।ইস্কেভেটর দিয়েছেন বাক্কার ও রুহুল। মাড়িয়া ইউনিয়নের চোবাড়িয়া রৈপাড়াতে ৪০ বিঘা পুকুর খনন করছেন খালেক ও রফিক। ইস্কেভেটর দিয়েছেন রবিউল এবং ছলিম।
শ্রীপুরে ৬০ বিঘা পুকুর খনন করছেন নুরু ও আজগর।ইস্কেভেটর দিয়েছেন রবিউল ও মোশারফ। মাড়িয়া ইউনিয়নের মাড়িয়া বিলে রসুনের ক্ষেত নষ্ট করে ১৫ বিঘা পুকুর খনন করছেন এক গনমাধ্যম কর্মী’র মামা। ইস্কেভেটর দিয়েছেন জাহিদ।
এলাকার সাধারণ কৃষকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটাই দাবি, এসব অবৈধ পুকুর খনন বন্ধ করা হোক। অবৈধ পুকুর খনন কারীদের আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন, অবৈধভাবে জমির শ্রেনী পরিবর্তন করে পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে তবে দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খনন বন্ধে অনিহার কারন জানতে চাইলে তিনি অসুস্থতার কারন দেখান। তিনি বলেন, থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হবে।
এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, অবৈধভাবে পুকুর খনন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।মিটিংয়ে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়া হয়েছে