দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মুন্সীগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত ।

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

কুমিল্লায় একটি পূজামণ্ডপে পবিত্র কুরআন শরীফ রাখার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও জনগণের সাথে সংঘর্ষ এবং দেশব্যাপী একযুগে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নিসংযোগ,লুটপাট ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখানে সম্প্রতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জের ছয় টি উপজেলার শ্রীনগর ,লৌহজং, টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও সিরাজদিখান উপজেলায় সারা দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

(১৯ অক্টোবর) মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলা চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রশুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদারের সঞ্চালনায় সম্প্রতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ , স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ,সহ অঙ্গসংগঠনের অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুবকর সিদ্দিক, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন, চিত্রকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ,কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ আলী, বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন গাজী,আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক উপ কমিটির (কেন্দ্রীয়) সদস্য শেখ মোহাম্মদ জাকির হোসেন, এ্যডভোকেট আবু সাঈদ , উপজেলা তাঁতীলীগের সভাপতি শেখ রাসেল সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।




error: Content is protected !!