
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে ওয়ারেন্টমূলে ৩ জন গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় ২১শে অক্টোবর দিবাগত রাতে থানার এসআই চঁান মিয়া, রুবেল মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টমূলে উপজেলার ডেরাহার গ্রামের আহসান হাবিবের ছেলে গোলাম রসুল (২৮), নিশিন্দারা গ্রামের টুকু মিয়ার ছেলে এনামুল হক (৩০) ও ভাদুম গ্রামের আক্কাস আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করে। থানা পুলিশ ২২শে অক্টোবর গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার এসআই চঁান মিয়া জানিয়েছে, জিআর মামলার ওয়ারেন্টমূলে তাদেরকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।