নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান মহান বিজয় দিবস পালন করেছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের প্রমুখ।