নবীগঞ্জের মাঠ বনগাঁও গ্রামে শ্রমিকের বাড়িতে লাঠিয়াল বাহিনীর হামলা, বসতঘর ও সিএনজি অটোরিকশা ভাংচুর, আহত ৫ জন
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের মাঠ বনগাঁও গ্রামে ১৫ জুলাই শুক্রবার দুপুরে একদল অস্ত্রধারী লাঠিয়াল বাহিনী এক সিএনজি অটোরিকশা চালকের ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে সিএনজি অটোরিকশা ও ঘরবাড়ী৷ এসময় হামলাকারীরা বাড়ীতে রূপনকৃত বিভিন্ন জাতের ফলজ গাছ কর্তন সহ শ্রমিকের ঘরে ভাংচুর করে আতংক সৃষ্টি করে এমনকি নগদ টাকা সহ মালামাল লুটপাটেরও অভিযোগ পাওয়া গেছে ৷ এঘটনায় আহত হয়েছেন,সিএনজি চালক উজ্জ্বল মিয়া মিয়া (২৫) ও তার পিতা আলম উল্লাহ্ (৬০) সহ আহত হয়েছেন ৫জন৷ গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক উজ্জ্বল ও তার পিতাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে৷
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এনিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে৷ এঘটনায় স্থানীয় শ্রমিক সহ এলাকাবাসী এই সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবী জানান৷ আহত সূত্রে জানাযায় উপজেলার ওই গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র চুনু মিয়ার সাথে সিএনজি অটোরিকশা চালক উজ্জ্বল মিয়ার তুচ্ছ ঘটনা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো৷ এরই জেরধরে উল্লেখিত সময়ে উভয় পক্ষের লোকজন বাকবিতন্ডায় লিপ্ত হলে, চুনু মিয়ার পক্ষাবলম্বন করে তারই শ্যালক পার্শ্ববর্তী বাউশা ইউনিয়নের চানপুর গ্রামের এবাদুর রহমান ও তাদের লোকজন৷ এসময় দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে ১৪/১৫ জন লোক উজ্জ্বল মিয়ার ঘরবাড়ীতে হামলা করে একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে, বসতঘর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাংচুর করে৷ এসময় হামলাকারীরা তাদের ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সকেছের তালা ভেঙে ৫০ হাজার টাকা সহ দামী মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন শ্রমিক উজ্জ্বল মিয়ার স্ত্রী৷ এঘটনায় নবীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এদিকে এনিয়ে গ্রামে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে, যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী৷