নবীগঞ্জে বর্বরোচিত  সন্ত্রাসী হামলায় আজীম উদ্দীন মেম্বার আহতের প্রতিবাদে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত৷ 

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২২
নবীগঞ্জ  (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত মেম্বার বর্তমান প্যানেল চেয়ারম্যান-১  ও ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আজিম উদ্দিনের উপর অতর্কিতভাবে বর্বরোচিত  সন্ত্রাসী হামলার প্রতিবাদে  ১৩ জুন সোমবার দুপুরে  প্রচন্ড ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার জনতা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  করেছে। ইনাতগঞ্জ বান্দের বাজারে ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যান নোমান হোসেনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার  এসএম লিমনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মুকিত,প্যানের চেয়ারম্যান -২ রাজু আহমদ, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জিহাদী, মেম্বার কল্যাান এসোসিয়েশনের হবিগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক মাহবুব খসরু,লন্ডন প্রবাসী ফিরোজ মিয়া, এলাকাবাসীর পক্ষে নুর আলী,মেম্বারদের মধ্যে মতচ্ছির রহমান,দিলাওয়ার হোসেন,রাহেল আহমদ,গোলাম হায়দার,খালেদ মাসুদ,মহিলা মেম্বার শামসুন্নাহার,গোলশানা বেগম,রেবা রানী সরকার,নাজমা বেগম,রসমালা বেগম,প্রমূখ। সভায় সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।ন্যাক্কারজনক হামলায়  ঘটনাকারীদের  আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য যে,গত ১০জুন রাত সাড়ে ১১টায়  নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার আজিম উদ্দীন বাড়ী উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে  প্রজাতপুর নামক স্থানে একদল অস্ত্রধারী তাকে নির্মমভাবে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে৷
  তাৎক্ষণিকভাবে খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওছার আলম সহ পুলিশ প্রশাসন ঘটনা স্থলে এসে উত্তপ্ত  পরিস্থিতি শান্ত করেন। এবং ৩জনকে গ্রেফতার করা হয়। আহত মেম্বার আজিম উদ্দিনকে  আশংকাজনক অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন৷  চিকিৎসাধীন অবস্থায় এখনো আজিম উদ্দীন শঙ্কামুক্ত নয় বলে তার চিকিৎসক জানিয়েছেন ।



error: Content is protected !!