নবীগঞ্জে শিশু পুত্রকে বাঁচাতে গিয়ে পিকআপের নীচে পিষ্ট হয়ে  প্রাণ গেল পিতা পুত্রের৷

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২২
এম.মুজিবুর রহমানঃ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান চাপায় পিতা-পুত্রের মর্মান্তিক  মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কান্দিগাঁও নামকস্থানে এ মর্মান্তিক সড়ক  দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৫৫) ও তার ছেলে মোহাম্মদ আলী নামের ৫ বছর বয়সী শিশু পুত্র৷
পুলিশ ও প্রত্যেক্ষদর্শী সূত্র জানায়,উপজেলার ওই গ্রামের
ইউসুফ আলী ও তাঁর একমাত্র শিশু সন্তান মোহাম্মদ আলীকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাড়িঁয়ে ছিলেন। এ সময় হঠাৎ তার শিশু পুত্র  মোহাম্মদ আলী দৌঁড়ে মহাসড়ক পারাপার হওয়ার চেষ্টা করে। তখন ছেলেকে বাঁচাতে গিয়ে তাৎক্ষণিক  দৌঁড়ে সন্তানকে বাঁচাতে যান ইউসুফ আলী। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে  শিশু মোহাম্মদ আলীর মাথা থেঁতলে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসক তাকেও মৃত্যু  ঘোষণা করেন । দুর্ঘটনার পর দ্রুত পিকআপ ভ্যান পালিয়ে যায়। পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
আগামী ২৪ জুলাই একটি প্লাইটে নিহত ইউসুফ আলী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিল।
এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায়পিতা-পুত্র নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পরিবারে চলছে শোকের মাতম৷



error: Content is protected !!