নবীগঞ্জে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গ্রামের যুব সমাজ কর্তৃক সম্মাননায় সিক্ত হলেন শিল্পপতি এ.এম.টি ইকবাল

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২২

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালাল পুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি ব্রিটেন প্রবাসী এ.এম.টি ইকবালকে গ্রামবাসী কর্তৃক আয়োজিত এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়েছে৷ ৯ মার্চ বুধবার দিবাগত রাত সাড়ে ৮টায়, চৈতন্য জালাল পুর পশ্চিম মাঠে উক্ত অনুষ্ঠান ঝাঁক জমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে৷ স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার এ,এম,এস লিমনের সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জননেতা এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, পুলিশের সাবেক এ,এসপি (অবসর প্রাপ্ত) দেওয়ান জাহিদ আহমেদ, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদুজ্জামান মুহিত, সাংবাদিক বদরুল ইসলাম, আমির উদ্দীন প্রমুখ ৷ অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব এ.এম.টি ইকবালকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য চৈতন্য জালাল পুর গ্রামবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল সংবর্ধনা দেয়া হয়৷ উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ যুব সমাজকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের বক্তব্যে বলেন, যে দেশে গুণী ব্যক্তিত্বের কদর নেই সেই দেশে যেমন গুণী লোক জন্মায় না, তাই গুণীদের সম্মান দিলে সম্মান বাড়ে,
অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক এ.এম.টি ইকবাল সাহেবকে আপনারা সম্মানিত করে আজ নিজেরাই সম্মানিত হয়েছেন,আমরা এই গুণী মানুষটি ও তাঁর মহৎ কর্মকে সাধুবাদ জানাই, সমাজ সেবামূলক কার্যক্রমে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে অবিরাম,আপনাদের জন্য৷
পাশাপাশি তাহার সর্বাঙ্গীন কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি। এ মহতী কর্মকাণ্ডে দেশ ও সমাজের অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে বিশেষ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথি বৃন্দ৷ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ৷




error: Content is protected !!