নবীগঞ্জে সাবেক এমপি বাবুর ফিশারী থেকে পাহাড়াদারের ঝুলন্ত লাশ উদ্ধার
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওড়ে সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর মৎস্য ফিশারী থেকে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।ঈদের আগের দিন মঙ্গলবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বাউসা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওড় থেকে সাবেক এমপি এম.এ মুনিম চৌধুরী বাবুর মালিকানাধীন ফিশারীতে অবস্থিত একটি ঘর থেকে পাহাড়াদার জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের মতিন মিয়ার ছেলে। সে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর মালিকানাধীন ফিশারীর পাহাড়াদার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এম.এ মুনিম চৌধুরী বাবুর মালিকানাধীন মৎস্য ফিশারী উপজেলার বাউসা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওড়ে অবস্থিত। দীর্ঘদিন ধরে ওই ফিশারীর পাহাড়াদার হিসেবে কর্মরত ছিলেন জাহাঙ্গীর মিয়া। পাহাড়াদার জাহাঙ্গীর ফিশারীর পাড়ে একটি ঘরে বসবাস করতেন।মঙ্গলবার বিকেলে বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় জাহাঙ্গীরের দেহ দেখতে পায় মুনিম চৌধুরী বাবুর কেয়ারটেকার লাল মিয়া। পরে লাল মিয়া বাড়ীতে খবর দেয়। খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের এর নেত্বেত্বে ও নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। সাংসারিক জীবনে তিনি ৩ সন্তানের জনক ও তার দুই স্ত্রী রয়েছে বলেও জানা গেছে৷ এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার আবুল খায়ের এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাহাড়াদার জাহাঙ্গীরের লাশ ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে জাহাঙ্গীর আত্মহত্যা করেছেন৷ তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত এর বেশি কিছু বলা যাচ্ছেনা৷ময়না তদন্ত শেষে গত বুধবার রাত ৮টার দিকে কুর্শী মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে ডেবনারপাড় পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়।