নীলফামারীতে ওএমএসের চাল ও আটা কম পাওয়ায় একটি বিক্রয় কেন্দ্র স্থগিত
এ জি মুন্না, নীলফামারীঃ নীলফামারীতে ওএমএসের চাল ও আটা কম পাওয়ায় জরিমানা ও একটি বিক্রয় কেন্দ্র স্থাগিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নাজমুল হক ভূঁইয়া।
সোমবার (৭ মার্চ) সকালে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদর খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শন কালে জরিমান ও বিক্রয় কেন্দ্রটি স্থগিত করেন। জানা যায় ০১ (এক) মেট্রিক টন চালের পরিবর্তে ১৮ বস্তায় ০.৯০০০ মেঃ টন চাল মজুদ রয়েছে এবং ২০ বস্তায় ০১ (এক) মেঃ টন আটার পরিবর্তে ০৭ বস্তায় ০.৩৫০ মেঃ টন আটা মজুদ। গমের জন্য অর্থনৈতিক মূল্যের দ্বি-গুন হারে ৫৬৯০৩.৬৬ টাকা এবং চালের জন্য দ্বিগুন হারে ৯৪৫১.৯৩ জরিমানা করা হয় এবং ওএমএস ডিলার মোরছালিনের বিক্রয় কেন্দ্রটি স্থগিত করা হয়। অপর দিকে অন্য একটি বিক্রয় কেন্দ্রে ২০ বস্তায় ১ মেঃ টন চালের পরিবর্তে ১৭ বস্তায় ০.৮৫০ মেঃ টন মজুদ রয়েছে। বস্তায় ০.১৫০ মেঃ টন চাল কম মজুদ পাওয়ায় চালের অর্থনৈতিক মূল্যের দ্বি-গুন হারে ১৪১৭৭.৯০ টাকা জরিমানা করা হয়।
জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নাজমুল হক ভূঁইয়া বলেন নিয়মিত তদারকি কালে দু’টি বিক্রয় কেন্দ্রের একটিতে ৬৫০ কেজি আটা ও ১০০ কেজি চাল কম পাওয়া যায় এবং অপরটিতে শুধু চাল ১৫০ কেজি কম পাওয়ায় একটি বিক্রয় কেন্দ্র জরিমানা সহ স্থগিত ও অপরটিতে শুধু জরিমানা করা হয়।