নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২
মোঃ সাগর আলী, নীলফামারী প্রতিনিধিঃ
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোজাম্মেল হক রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, নীলফামারী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শারমিন আখতার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন
সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস জানান, ‘সাতদিন ব্যাপী মৎস্য সপ্তাহের আজকের দিনের কর্মসূচি জেলা উপজেলায় ব্যাপক প্রচারনা চালানো ও সাংবাদিক সম্মেলন। আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হবে। সপ্তাহব্যাপী চলা মৎস্য সপ্তাহের সমাপনী আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে।’
এছাড়া সাতদিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলাব্যাপী আলোচনা সভা, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মা মাছ-পোনা মাছ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচী পালন করা হবে ।



error: Content is protected !!