নীলফামারীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা,লম্পট শিক্ষক বরখাস্ত
এ জি মুন্নাঃ
নীলফামারীর সদর উপজেলার লক্ষিচাপে বিএসসি শিক্ষক কর্তৃক অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর ইউনিয়নের লক্ষ্মীচাপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে গেলো মঙ্গলবার (১০ মে) সকালে বিদ্যালয় চলাকালীন বিএসসি শিক্ষক কমর উদ্দিন অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর শরীরে হাত দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে এবং বুকে হাত দেয়।
পরের দিন বুধবার এলাকার মহৎ প্রধানগনের মাধ্যমে জানতে পেরে নির্যাতিতা ছাত্রীর পিতা সহ এলাকাবাসী বিএসসি শিক্ষক কমর উদ্দিন এর বিচার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলামকে জানায়।
ছাত্রীর বাবা বলেন, প্রধান শিক্ষক আমার মেয়েকে এই ঘটনা না জানানোর জন্য নিষেধ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, বিদ্যালয় পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় ও বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করায় বিএসসি শিক্ষক কমর উদ্দিনকে ছয় মাসের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরিবারের কাছে না জানানোর জন্য নিষেধ করার বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি নিষেধ করি নাই।
অভিযুক্ত বিএসসি শিক্ষক কমরউদ্দিন এর মোবাইল নাম্বার বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সহকারী শিক্ষক কল্পনা রায় বলেন, আপনারা যা শুনেছেন ঘটনাটি সত্যি।
এ বিষয়ে লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, বিষয়টি আমি শুনে ঘটনাস্থল পরিদর্শন করি। কিন্তু এই বিষয়টি সালিশ করার এখতিয়ার আমার নেই। তবে শুনেছি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে বলে জানতে পেরেছি।
জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত টিম গঠন করেছি। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।