নীলফামারীর ডিমলায় “বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস” পালিত

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২০

মোঃ মেজবাউল হোসেন,নীলফামারী(ডিমলা)প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে “বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০” উদযাপন করা হয়েছে।

“মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্য সামনে রেখে অদ্য ০১-১১-২০ ইং রোজ রবিবার ডিমলা উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়-এর সভাপতিত্বে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী, পল্লীশ্রী রিকল-২১ প্রজেক্ট ম্যানেজার পূরাণ চন্দ্র বর্মন, ডিমলা যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সেকেন্দার আলী বাদশা সহ সকল সদস্যগন এবং যুব উন্নয়ন অধিদপ্তর, ডিমলার কর্মকর্তা/কর্মচারীগন।

বক্তারা বলেন,”প্রধানমন্ত্রীর গত নির্বাচনী ইশতেহারের মূল বিষয় ছিল ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’। বাংলাদেশ সরকার এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে। কারণ যুবরা আগামী দিনে বাংলাদেশের হাল ধরবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসেই প্রমাণ করে তরুণদের দাড়া সবকিছুই সম্ভব। “




error: Content is protected !!