নীলফামারীর ডিমলায় বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুন ১২, ২০২২

মোঃ মেসবা-উল হোসেন, নীলফামারী (ডিমলা) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস উপলক্ষে ০৬নং নাউতারা ইউনিয়ন পরিষদে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর, ডিমলা এর বাস্তবায়নে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অদ্য ১২ই জুন, রবিবার ০৬নং নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি এর সভাপতিত্বে উক্ত সভাটি পরিচালিত হয়। বিশ্ব শিশুশ্রম নিরসন দিবসের এবারের প্রতিপাদ্য “শিশুশ্রম বন্ধ করি, সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি।”

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি), ডিমলা, নীলফামারী।

আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছাঃ নুরুন্নাহার নুরীসহ অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে মোছাঃ নুরুন্নাহার নুরী তার বক্তব্যের এক পর্যায়ে অত্র ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সিবিসিপিসি কমিটির তালিকা প্রকাশ করেন এবং আগামী দিনে এই কমিটির সদস্যদের ৩ নং ওয়ার্ডকে শিশুশ্রম, বাল্যবিবাহমুক্ত করার জোর তাগিদ দেন।




error: Content is protected !!