নোয়াখালীতে ডিভোর্সি নারীকে ধর্ষণ আটক এক

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ডিভোর্সি নারীকে (২১) বিয়ের প্রলোভন ও সম্পত্তির লোভ দেখিয়ে ধর্ষণের ঘটনায় এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টায় আটককৃত আসামি রুহুল আমিন হেলালকে(৩২) বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হেলাল উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দিল মোহাম্মদ হাফেজ বাড়ি ওরফে মুনছুর আলী মাঝি বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিক মাষ্টারের ছেলে
মামলা সূত্রে জানা যায়, ওই ডিভোর্সি নারী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে এলে তার চাচা-চাচিরা তাকে বাড়ি থেকে বের করে দেয়। ওই সুযোগে হেলাল ওই নারীকে তার বাবার বাড়ির সম্পত্তি পাইয়ে দেয়া ও বিয়ের প্রলোভনের আশ্বাসে কৌশলে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের খুরশিদ মঞ্জিলের ভাড়া বাসায় জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ওই নারী তাকে বিয়ের কথা বললে সে তালবাহানা শুরু করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আরিফুর রহমান বলেন, নির্যাতিতার মৌখিক অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে নির্যাতিতা নারীর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




error: Content is protected !!