নোয়াখালীতে প্রতিবাদ সমাবেশে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়া।
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে লাঞ্ছিতের প্রতিবাদে সমাবেশে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ।
সন্ধ্যা দিকে বসুরহাট বাজারে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এসময় দোকানপাট ও অটোরিকশা ভাঙচুর করা হয়। দফায় দফায় এ সংঘর্ষে কয়েকটি ককটেলও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের কোম্পানীগঞ্জ থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। এর আগে মাইজদী টাউনহল মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেন মুক্তিযোদ্ধারা। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান যুদ্ধকালীন কোম্পানীগঞ্জের ডেপুটি কমান্ডার ছিলেন। তার গায়ে হাত তুলেছেন, আবদুল কাদের মির্জা। এ ঘটনার সঠিক বিচার না হলে কঠোর কর্মসূচি হবে।