নোয়াখালীতে মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণা

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক, টমটম বন্ধের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে এর অংশ হিসেবে জেলা শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারণা চালাচ্ছে ট্রাফিক বিভাগ। জানা যায়, আইন অনুযায়ী মহাসড়কে কোনো প্রকার ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক ও টমটম চলাচল করতে পারবে না। যান্ত্রিক যানবাহন সুষ্ঠুভাবে চলাচল, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে কোন প্রকার ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক ও টমটম চলাচল না করার জন্য মাইকিং করা হচ্ছে।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক, টমটম মালিক ও ড্রাইভারগণের প্রতি জনস্বার্থে মাইকিং করা হচ্ছে। এছাড়াও নিবন্ধন বিহীন গাড়ি এবং অপ্রাপ্ত বয়সের চালকদের গাড়ি না চালাতে বলা হচ্ছে।



error: Content is protected !!