নোয়াখালী কোম্পানীগঞ্জে কাদের মির্জাকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার খিজির হায়াত খানের ওপর হামলার প্রতিবাদ এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা।মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে নোয়াখালী জেলা ও সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধারা এ হামলার ঘটনায় কাদের মির্জাকে দায়ী করে অবিলম্বে তাকে খিজির হায়াত খাঁনের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অপরদিকে কাদের মির্জাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধারা।একই দাবিতে মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৩টা থেকে বসুরহাট রূপালী চত্বরে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে মিজানুর রহমান বাদল গ্রুপের নেতারা।মিজানুর রহমান বাদল বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উত্তেজিত করে তুলেছে কাদের মির্জা।