সৈয়দ শাহান শাহ পীর || শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংনদীসহ প্রায় সারা দেশেরই নদ- নদী, খাল- বিলে বৃষ্টির পানিতে বিভিন্ন প্রকারের মাছ জন্মে এবং মাছ থাকে। আর জেলেরা এসমস্ত নদী এবং খাল- বিল থেকে মাছ ধরে বিভিন্ন এলাকার হাট- বাজারে বিক্রি করে থাকে এবং নিজেরাও খেয়ে থাকে। কিন্তু অনেকেই জানে না যে, পটকা মাছ আসলে মাছ নয় এটি একটি বিষাক্ত জলজ প্রাণী। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে এ পটকা মাছ নামে পরিচিত বিষাক্ত জলজ প্রাণী খেয়ে মারা গেছেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন , মূলত দরিদ্রতা এবং অজ্ঞতা কারনেই পটকা মাছ খেয়ে মানুষ মারা যায়। পটকা মাছ খাওয়ার পর লক্ষণ হচ্ছে , পটকা মাছের বিষাক্ততায় ১ ঘন্টার মধ্যে পর্যায়ক্রমে রোগীর ঠোঁট এবং জিহবায় জড়তা,
মাথাব্যাথা, বমি – বমি ভাব, মুখে শুষ্কতা, মাংসপেশিতে ব্যাথা ইত্যাদি নানা উপসর্গ দেখা দেয় বলে ডাক্তাররা জানান এবং ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে শ্বাসকষ্টে মৃত্যুও হতে পারে। তাই রোগীকে প্রাথমিক লক্ষণ দেখা দিলে হাসপাতালে স্থানান্তর করতে হবে। আর পটকা মাছ খাওয়া থেকে বিরত থাকতে হবে।