পিরোজপুরের নাজিরপুর ব্র্যাকের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ সভা

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩
পিরোজপুর প্রতিনিধি,  নাজিরপুর ব্র্যাকের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ২৯ নভেম্বর  বুধবার নাজিরপুর উপজেলার সিরাম কাঠি ইউনিয়নে, বলি পাগলা গ্রামে ২৫ জন কিশোরীর অভিভাবকদের নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্তআলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার দে জোনাল ম্যানেজার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি খুলনা ও হারুনুর রশিদ ডেপুটি ম্যানেজার পিরোজপুর। আলোচনা সভায় বক্তারা বাল্য বিয়ের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে প্রত্যেক অভিভাবকরা যেন তাদের মেয়েকে ১৮ বছর আগে বিয়ে না দেয় সে বিষয়ে বিভিন্ন গেমের মাধ্যমে তাদের মাঝে তুলে ধরেন।এছাড়া ও তাদের নিজ নিজ কন্যা সন্তানকে যেন নিজের পায়ে দাঁড়াতে সহযোগিতা করে এবং তারা যেন অল্প বয়সে বিভিন্ন খারাপ কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে না পড়ে, তার জন্য তাদেরকে সচেতন থাকার এবং পাশাপাশি সন্তানদের সাথ বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানে ভূমিকা পালন করার জন্য অনুরোধ করা হযেছে।



error: Content is protected !!