প্রচার প্রচারণার শেষ মুহূর্তে জমে উঠেছে নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচন প্রচারণায় ব্যস্ত কামাল-মিজান প্যানেল ।
হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
আর মাত্র ১ দিন পরেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২১-২০২৩। নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কামাল-মিজান প্যানেল প্রার্থীরা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠতে শুরু করেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় ভোটারদের ভোট পেতে চুলচেরা বিশ্লেষণ করছেন কামাল মিজানের নেতৃত্বাধীন বাংলাদেশ নিটিং মালিক ঐক্য ফোরাম প্যানেল। গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই নির্বাচনী ইশতেহার ও ভোটারদের মন জয় করতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের প্রতিষ্ঠানে গিয়ে ভোট প্রার্থনা করছেন। সারাদিন বিসিক এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্যানেলের প্রার্থীরা। জানা যায়, এই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের অন্যতম সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন করতে যাচ্ছে। দীর্ঘ ৮বছর সিলেকশন হলেও এবারই প্রথম আনুষ্ঠানিক ভাবে নির্বাচন হতে যাচ্ছে। কাঙ্খিত নির্বাচনকে ঘিরে আনন্দঘন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের পুরো শিল্পনগরী বিসিক এলাকা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬মে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা ভোটগ্রহণ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। উল্লেখ্য, কামাল হোসেন (ভ্যালট নং ২২), হাজী মো. মিজানুর রহমান (ভ্যালট নং ২৩) এর নেতৃত্বে নিটিং মালিক ঐক্য ফোরাম প্যানেলের ২১জন প্রার্থী রয়েছেন। তারা হলেন, মো. সিরাজুল ইসলাম চৌধুরী (ভ্যালট নং ২৪), মো. মহসিন মৃধা (ভ্যালট নং২৫), গোলাম মাওলা (ভ্যালট নং২৬), মো. হাসান ভূইয়া (ভ্যালট নং২৭), মাহাফুজুর রহমান (ভ্যালট নং২৮), মো. হুমায়ন কবির (ভ্যালট নং ২৯), দুলাল হোসেন (ভ্যালট নং ৩০), মো. আবু সাঈদ (ভ্যালট নং৩১) মো. জাকির হোসেন (ভ্যালট নং৩২), মিজানুর রহমান (ভ্যালট নং৩৩), রাকিবুল ইসলাম ( ভ্যালট নং ৩৪), মো. ওমর ফারুক ( ভ্যালট নং৩৫), জাকির হোসেন (ভ্যালট নং৩৬), মো. আক্তার হোসেনে(৩৭), মো. দেলোয়ার হোসেন (ভ্যালট নং৩৮), মো. সেলিম রেজা( ভ্যালট নং৩৯), মো. ফারুক হোসেন (ভ্যালট নং৪০), মিজানুর রহমান মিজান ( ভ্যালট নং৪১), মো. মুক্তার (ভ্যালট নং৪২)। দৈনিক অপরাধ প্রতিনিধি হাবিব হাসান এর সাথে সরাসরি কথোপকথন হলে নির্বাচন প্রচারকালে কামাল হোসেন ও হাজী মো. মিজানুর রহমান বলেন, আমরা নির্বাচিত হলে হলে ইনশা’আল্লাহ আমাদের পর্ষদ ২০১৪ এবং ২০১৬ ইং বছরের মজুরি বাস্তবায়ন করা হবে। নিটিং এর প্রসেস লস বাস্তবায়ন করা হবে। বিদায়ী পর্ষদের অসমাপ্ত কাজ অগ্রাধিকার ভিত্তিতে সমাপ্ত করার ব্যবস্থা করা হবে। ভ্যাট-ট্যাক্স সকল প্রকার সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে।