প্রতিদিন দর্শনার্থীর প্রচুর ভীড় বিপাকে পড়েছে গবেষণা কর্তৃপক্ষ

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১

আসলাম পারভেজ, হাটহাজারী★
কোন পিকনিক স্পোট নয়,প্রতিদিন পড়ন্ত বিকালে যেন গোটা এলাকা জুড়ে শুধু মানুষ আর মানুষ উচু নিচু পাহাড়, আর ফুল বাগানে ঘেরা এই সবুজ বাংলার প্রকৃতিক মনোরম পরিবেশে সবায় মোবাইলে সেলপি নিতে ব্যস্ত হাটহাজারী কৃষি গবেষণা কেন্দ্রে। যেখানে রয়েছে নানান প্রজাতির ফল মুল সহ বিভিন্ন ফুলের বাগান। ফুল বাগানের ছোয়া নিতে অনেক ফুল প্রেমিকরা ছুটে আসে এই বাগানে সেলপি নিতে। এদিকে প্রতিদিনের মতো শুত্রুবার সুর্যমুখী ফুল দেখতে আসা দর্শনার্থীদের বিচরণে হুমকিতে পড়েছে বাগানটি। তাই বিপাকে পড়েছেন গবেষণা কর্তৃপক্ষ। দল বেধে আসা দর্শনার্থীরা ছবি তুলতে ঢুকে পড়ছেন বাগানের ভেতর। দর্শনার্থীদের অবাধ চলাফেরায় নষ্ট হয়ে যাচ্ছে গাছ ও ফুল। কেউ আবার ছিঁড়ে নিচ্ছেন ফুল, আবার কেউ উপড়ে নিচ্ছেন আস্ত গাছ। এর পরও দর্শানার্থীর যেন কমতি নেই। সুর্যমুখী ফুল যেন হাত ছানি দিয়ে ডাকছে ফুল প্রেমিকদের। এই পাহাড়ি এলাকায় প্রতিদিন বিভিন্ন এলাকা হতে পিকনিকে আসছে। পাসাপাশি নানান অনুষ্টানও করছে। দিন দিন মানুষ বাড়ছে এই সুর্যমুখী ফুল বাগানে।




error: Content is protected !!