প্রত্যয় ওয়াহিদ এর স্বেচ্ছায় ত্রিশতম রক্তদান আজ।

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

তানজিল সরকার,ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি।

আজ ২৮ জুলাই ২০২০ ইং কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরের জগন্নাথপুর উত্তর পাড়া, হাজী রাজা মিয়ার বাড়ির মোঃ ওয়াহিদ উল্লাহর ছেলে প্রত্যয় ওয়াহিদ ৩০ তম বার স্বেচ্ছায় রক্তদান করেছে আজ।

স্বেচ্ছায় নিজের রক্ত অন্য কারো প্রয়োজনে দান করাই রক্তদান। তবে রক্তদাতাকে অবশ্যই পূর্ণবয়স্ক অর্থাৎ ১৮ বছর বয়স হতে হয়। প্রতি তিন মাস অন্তর প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক নর-নারী নিশ্চিন্তে ও নিরাপদে রক্তদান করতে পারেন।

একজন সুস্থ মানুষের শরীরে পাঁচ-ছয় লিটার রক্ত থাকে। এর মধ্যে সাধারণত ২৫০ থেকে ৪০০ মিলিলিটার রক্ত দান করা হয়, যা শরীরে থাকা মোট রক্তের মাত্র ১০ ভাগের এক ভাগ। রক্তের মূল উপাদান পানি, যা ২৪ ঘণ্টার মধ্যেই পূরণ হয়।

তবে রক্তদানের পদ্ধতি ও পরবর্তী প্রভাব সম্পর্কে অজ্ঞতা ও অযথা ভীতির কারণে অনেকেই রক্ত দিতে দ্বিধান্বিত হন।

রক্তদান শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়ায়।নিয়মিরক্তদাতনকারীর হার্ট ও লিভার ভালো থাকে।

স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে পাঁচটি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচে করা হয়। এর মাধ্যমে জানা যায় শরীরে অন্য বড় কোনো রোগ আছে কি না। যেমন—হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।




error: Content is protected !!