প্রশাসনের নজরে পড়েনি পিরোজপুরের কাউখালীতে রাস্তা আটকিয়ে গোয়লঘর নির্মাণ,জনদূর্ভোগ চরমে
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের মোল্লারহাট থেকে ইউনিয়ন
পরিষদের রাস্তার উপর রাস্তার এপাস ওপাস আটকিয়ে গোয়ালঘর নির্মাণ করে পশু পালন করার অভিযোগ পাওয়া
গেছে। উপজেলার মোল্লাহাট গ্রামের জয়তুনিয়া মাদ্রাসার সুপার মাওলানা আঃ জলিলের বাড়ির সামনে
স্থানীয় নূর মোহাম্মদ ফরাজী নামে এক প্রভাবশালী ব্যক্তি ইউনিয়ন পরিষদের যাবার রাস্তার উপর পশুর সেটঘর
নির্মাণ করে পশু পালন করছে। এই এলাকার যাতায়তকারী ও ইউনিয়ন পরিষদগামী জনগনের চরম দূর্ভোগের
মধে পড়ছে। প্রতিনিয়ত এই রাস্তা থেকে চলাচলকারী লোকজন গরুর মলমূত্রের উপর পড়ে ছোট খাটো
দূর্ঘটনার কবলে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও এই মলমূত্র যথাতথা থাকার কারনে পরিবেশ
দুষণ হচ্ছে বলে জানা গেছে এবং আশেপাশে এলাকায় দূর্ঘন্ধ ছড়িয়ে পড়ছে। এলাকার ইউপি সদস্য
আসলাম হোসেন জানান দীর্ঘদিন যাবৎ রাস্তার উপর গোয়ালঘর নির্মান করে রাস্তা আটকিয়ে জনচলাচলের
প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাতে বারবার বলার পরেও গোয়লঘরটি সরিয়ে নেয়নি। রাস্তাটি উপজেলা সদর
থেকে ১০ কিলোমিটার দূরে যোগাযোগ বিচ্ছিন্ন দূর্ঘম এলাকায় বিধায় প্রশাসনের কোন নজরে
আসেনি। ফলে রাস্তার উপর যেমন খুশী তেমন করে রাস্তা আটকিয়ে জনগনের দুর্ভোগ সৃষ্টি করছে বলে
এলকাবাসী জানান। এব্যাপারে ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার জানান,
বিষয়টি তার জানা নেই। এখনই চৌকিদার পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।