মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া খালের অবৈধভাবে স্থাপন করা জাল ও পাটা অপসারন।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের নেতৃত্বে পুটিয়া খাল থেকে অবৈধ পাটা অপসারন করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ স্থানীয় কিছু স্বাস্থ্যানেশ্বী মহল অবৈধভাবে পাটা দিয়ে মাছ চাষ ও অহরন করে আসছিল। ফলে এলাকাবাসীর নৌকা করে বিভিন্ন মৎস্য ঘেরে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করছিল। এদিন প্রায় অর্ধশত পাটা অপসারন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
এ ঘটনায় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন উক্ত এলাকার বিভিন্ন মৎস্যচাষীরা।
অভিযানকালে ইউএনও জানান, অবৈধভাবে স্থাপন করা সকল পাটা অপসারন না করা হলে আইনানুগ ব্যাবস্থা করা হবে।