ফকিরহাটে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরতণ।

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ১নং বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার (২সেপ্টেম্বর ২০২০) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ২০১৯-২০ অর্থবছর এলজিএসপি-৩ বরাদ্দ দ্বারা বাস্তবায়িত কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরতণ অনু্ষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বেতাগা ইউনিয়ন সি.আই.জি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুধার সঞ্চালনায় বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় হাইসাওয়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রশীদ।

এছাড়া এসময় বেতাগা ইউপি সচিব এস এম দাউদ আলী সহ বেতাগা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য বেতাগা ইউনিয়নে মোট ২শত হতদরিদ্র পরিবারের মাঝে সাবান, মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিরতণ করা হয়।




error: Content is protected !!