ফ্যান মেরামত নিয়ে তর্ক করায় মিস্ত্রি মেরে রক্তাক্ত করলেন এক ব্যক্তিকে
আসলাম পারভেজ,হাটহাজারী★
হাটহাজারীতে টেবিল ফ্যান মেরামত নিয়ে তর্ক করায় দোকানের ইলেকট্রিক মিস্ত্রি পাপন কান্তি নাথ লোহার শিকল দিয়ে মেরে গুরুতর আহত করলেন মোঃ জালাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে।
বৃহস্পতিবার(১৩মে) দুপুরে হাটহাজারী পৌর এলাকার চট্টগ্রাম-নাজিরহাট সড়ক সংলগ্ন ব্র্যাক ব্যাংকের সামনে এম আলি মার্কেটের বাহাদুর ইলেকট্রিক দোকানে এ ঘটনা ঘটে।
পাপন পৌর এলাকার মিরেরহাট চন্দ্রপুর এলাকার বাসিন্দা। আহত জালাল উদ্দিন মেখল এলাকার মৃত লাল মিয়া মুন্সির ছেলে। বর্তমানে শায়েস্থা খাঁ পাড়ার নাসরিন ভবনের পাশে জালাল ভিলায় বসবাস করেন। লোহার শিকলের আঘাতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তার মাথায় ৬টি সেলাই হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, আহত জালাল উদ্দিন একটি টেবিল ফ্যান মোরামত করতে পাপনের দোকানে নিয়ে যায়। এর আগেও তিন তিনবার ফ্যানটি মেরামত করলেও আগের মতই সমস্যা করে। এ নিয়ে পাপনের সাথে হালকা কথা কাটাকাটির এক পর্যায়ে তার উপর ক্ষিপ্ত হয়ে লোহার শিকল দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করলে জালাল লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। জানতে চাইলে আহত জালাল বলেন, তাকে ভাল করে ঠিক করার কথা বলতেই মা বোন ধরে গালমন্দের পাশাপাশি লোহার শিকল দিয়ে মারধর করতে থাকে। স্থানীয় এক ভদ্রলোক তাকে ধরে আমাকেসহ চিকিৎসা করাতে স্বাস্থ্যকমপ্লেক্সের দিকে রওনা দিলে মাঝপথে সে পালিয়ে যায়। এঘটনায় থানায় মামলা করবেন বলে জানায় আহত জালাল। এদিকে অভিযুক্ত পাপনের দোকানে গেলে তাকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, এর আগেও অভিযুক্ত পাপন অনেকের গায়ে হাত তুলেছে। কথায় কথায় মানুষের দিকে তেড়ে যায়।