বাঁধন স্পোর্টিং ক্লাব ও ক্রিকেট একাডেমীর বছর পুর্তি উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২১

আলী আজীম,মোংলাঃ

জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলোয়ার প্রেরন এবং যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখতে বাগেরহাটের মোংলা উপজেলায় বাঁধন স্পোটিং ক্লাব ও বাঁধন ক্রিকেট একাডেমীর ঈদ পুনর্মিলন,ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট ও জার্সির মোড়ক উম্মেচন করা হয়।

শনিবার (১৫ মে) সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বাঁধন স্পোর্টিং ক্লাব এর পক্ষ থেকে ক্লাব ও একাডেমীর খেলায়াড়দের মাঝে জার্সি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,প্রতিষ্ঠাতা সভাপতি এম,আর,রানা,সহ-সভাপতি রিপন,সাধারণ সম্পাদক মাসুদ।

বাধঁন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম,আর,রানা জানান, মাদক দেশেরও ক্ষতি করে। আর যে মাদক সেবন করে সে নিজেরও ক্ষতি করে। কাজেই এর বিরুদ্ধে সবাইকে একত্র ভাবে কাজ করতে হবে। যুব সমাজকে রক্ষা করতে হলে আমাদের যুবকদের খেলার দিকে নজর দিতে হবে।

বাঁধন স্পোর্টিং ক্লাবের ১৭ বছর ও বাঁধন ক্রিকেট একাডেমীর ৪ বছর পূর্তি উপলক্ষে আন্ত: ৪ দলীয় ডিউজ ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত…

এর আগে বাঁধন স্পোর্টিং ক্লাবের ১৭ বছর ও বাঁধন ক্রিকেট একাডেমীর ৪ বছর পূর্তি উপলক্ষে সদস্যদের নিয়ে আন্তঃ ৪ দলীয় ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ পুনর্মিলনের আয়োজন করে বাঁধন স্পোর্টিং ক্লাব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিকেট একাডেমীর বিশেষ উপদেষ্টা হাবিবুর রহমান,মোংলা বিদ্যুত সরববাহ – আবাসিক প্রকৌশলী এইচ এম ফরহাদ হোসেন আরো উপস্থিত ছিলেন,দলিয় অধিনায়ক রাকিব,রাজু,লিটন,মিঠু,জাভেদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।




error: Content is protected !!