বালিয়াকান্দি উপজেলাকে লকডাউন ও সদর ইউনিয়ন কে রেড জোন ঘোষণা।।

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

মিঠুন গোস্বামী জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে করোনা ভাইরাস(কোভিড ১৯) প্রতিরোধ উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১.৩০ থেকে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার(ভূমি) আবু দারদা, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা ।

এসময় উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বালিয়াকান্দি উপজেলার সকল বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলার গ্রাম-বাংলা, মাহিন্দ্র ও ম্যাজিক চালক নেতৃবৃন্দ।

সভায় উপজেলার বিভিন্ন বাজারের চিত্র ও করোনা কালীন সময়ে সংক্রমন রোধে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহি অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন রেড জোন হিসেবে ঘোষণা করা হলো।এবং বালিয়াকান্দিকে লকডাউন ঘোষণা করেন। আগামী ১২ দিন সকল চায়ের দোকান হোটেল বন্ধ থাকবে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।অফিস ও সোনালী ব্যাংক বন্ধ থাকবে, তবে সীমিত আকারে কার্যক্রম চলবে।

সভা শেষ হওয়ার পরবর্তীতে সবাইকে হাত ধোয়ার তাগিদ দেন সহকারী কমিশনার (ভূমি) আবু দারদা।




error: Content is protected !!