বীর মুক্তিযোদ্ধার সন্তান আবুল খায়েরকে নৌকার মনোনয়ন দেওয়ায় উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডা. গোলাম নূরের সন্তান আবুল খায়েরকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীসহ এলাকার মানুষ।
শ্রীপুর উত্তর ইউনিয়নের নৌকার প্রার্থী আবুল খায়ের সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির পদে রয়েছেন। সাবেক এই ছাত্রলীগ নেতার নৌকা প্রাপ্তিতে তৃণমূলের নেতাকর্মীরা আনন্দিত। আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে তাঁকে বিজয়ী করে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
আবুল খায়েরকে নৌকা দেওয়ায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ।
এদিকে, স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আবুল খায়ের বলেন, আমার বাবা মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডা. গোলাম নূর সাহেব আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী ছিলেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করে তাঁদের সেবা করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাকে মূল্যায়ন করায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ্শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। সেইসাথে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক তারুণ্যের অহংকার ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমি আমার উত্তর শ্রীপুর ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও ইউনিয়নবাসীর কাছে কৃতজ্ঞ, কারণ তাদের ভালবাসা ফলশ্রুতিতে দল আমাকে মূল্যায়ন করেছে। ইউনিয়নবাসীর খেদমতের মাধ্যমে, সুখে-দুঃখে আজীবন তাঁদের পাশে থাকতে চাই। আসন্ন নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন- ইউনিয়নবাসীর প্রতি আমার বিনীত অনুরোধ।