বেকসুর খালাস পেলেন বরেণ্য বক্তা মুফতি আলা উদ্দিন জিহাদী

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১

স্টাফ রিপোর্টারঃ মুফতি আলা উদ্দিন জিহাদীর আইডি হ্যাক করে তাকে ফাঁসানোর জন্য হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দায়েরকৃত মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলাউদ্দিন জিহাদি।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে মুফতি আলাউদ্দিন জিহাদিকে বেকসুর খালাস প্রদান করেন।

আদালতে আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসাইন পাটোয়ারী ও এডভোকেট নজরুল ইসলাম। এর আগে মামলার দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে সি.আই.ডি। মামলার তদন্তে মুফতি আলাউদ্দিন জিহাদির কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

‘আল্লামা শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশিদ বাদী হয়ে মুফতি আলাউদ্দিন জিহাদী আসামী করে ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ২০২০ সালের (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মুফতি আলাউদ্দিন জিহাদীকে।

গ্রেফতারের পর থেকে মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবীতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আলেম সমাজ। পরে তিনি জামিনে মুক্তি পান। অবশেষে দীর্ঘ তদন্ত শেষে মামলার অভিযোগের সাথে আলাউদ্দিন জিহাদীর সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।




error: Content is protected !!