বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জীবননগর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন।
মাহাম্মুদ হাসান জীবন,জীবননগর প্রতিনিধি(চুয়াডাঙ্গা)
আজ ১৬/৭/২০ তারিখ বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর আওতায় জীবননগর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা -০২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাজী আলী আজগার (টগর) এম,পি মহোদয় এবং তিনি উক্ত কর্মসূচি উদ্বোধন করার পর জীবননগর উপজেলার সাধারণ মানুষের মাঝে বৃক্ষ চারা বিতরণ করেন। এবং জীবননগর উপজেলার প্রতিটি মানুষের এই বৃক্ষ রোপন কর্মসূচী চলমান রাখার জন্য বিশেষ ভাবে আহ্বান করেন। এবং উক্ত কর্মসূচী শেষ করার পর পরেই তিনি(এমপি)জীবননগর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে গিয়ে কোভিড ১৯ এর স্বাস্থ্য সুরক্ষার জন্য জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের হাতে কিছু সংখ্যক মার্ক্স তুলে দেন। সেই সাথে তিনি সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন, জীবননগর উপজেলার ভাইস চেয়ারম্যান আ: সালাম ঈসা, জীবননগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সহ জীবননগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ গণ।