ভারতে খাবারের ব্যবসা বিক্রি করল উবার

প্রকাশিত: ৫:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
A flyer advertising Uber Eats delivery service is pictured at a restaurant in Cape Town, South Africa, January 2, 2020. REUTERS/Mike Hutchings/Files

ধারাবাহিক লসের মুখে ভারতে নিজেদের খাবারের ব্যবসা জোমাটোর কাছে বিক্রি করে দিয়েছে উবার।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতে এখন থেকে আর উবার ইটসের অস্তিত্ব থাকবে না, মিশে যাবে ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর সঙ্গে। পরিবর্তে জোমাটোর ৯.৯ শতাংশ শেয়ার পাবে উবার।

উবার জানিয়েছে, সারা বিশ্বজুড়ে ক্ষতি কমানোর দিকে আরেকটি পদক্ষেপ এটি।

উবার ইটস কিনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জোমাটোর কর্ণধার দীপিন্দর গোয়েল।

২০১৭ সালে ভারতে উবার ইটস চালু হয়। উবার প্রচুর ডিসকাউন্ট দিয়ে ফুড ডেলিভারি ব্যবসায় নিজেদের প্রভাব বৃদ্ধি করতে চেয়েছিল, কিন্তু সাফল্য আসেনি। পারেনি জোমাটো ও সুইগির সঙ্গে।

দীপিন্দর বলছেন, ‘এই সেক্টরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে কিন্তু সামগ্রিকভাবে খাদ্য পরিষেবার ব্যবসায় এটি অত্যন্ত ক্ষুদ্র অংশ।’

যেসব গ্রাহক ও কর্মীরা উবার ইটসের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের জোমাটোয় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।




error: Content is protected !!