ভেড়ামারা থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার শুক্রবার রাতে যোগদান।
মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
“থানার দরজা সবার জন্য খোলা, সরাসরি চলে আসবেন” বললেন নবাগত ওসি মো. মজিবুর রহমান। তিনি আরো বলেন থানায় আসার জন্য কাউকে ধরতে হবেনা সরাসরি চলে আসবেন যেকোনো সমস্যা নিয়ে।
কুষ্টিয়া ভেড়ামারা থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে মো. মজিবুর রহমান যোগদান করেছন। গতকাল শুক্রবার রাতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ওসি মো. মজিবুর রহমান যোগদান পূর্বে কুষ্টিয়ার কুমারখালি থানায় ১৪ মাস দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কুষ্টিয়ার খোকসা, নারায়নগঞ্জের সদর থানা, ফতুল্লা, ডিএমপির রমনায় ওসি হিসাবে দায়িত্ব পালন করে এসেছেন। ভেড়ামারা থানার বিদায়ী ওসি মোহাম্মদ শাহজালাল ১৯ মাস দায়িত্ব পালন শেষে গত বৃহস্পতিবার বদলি হয়ে তিনি চলে যান।
নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মজিবুর রহমান বলেন, ভেড়ামারায় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স রাখবো। আইনশৃংখলা রক্ষার্থে কোন রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যা ভালো, তার সব কিছুই করা হবে।
ভেড়ামারাবাসীর প্রতি তিনি বলেন, থানার দরজা সবার জন্য খোলা, সরাসরি চলে আসবেন।
করোনা মোকাবেলা নিয়ে তিনি বলেন, কভিড-১৯ এর যে উর্ধগতি এব্যপারে ভেড়ামারা থানা সচেতনতা মূলক কর্মসূচি হাতে নিয়েছে।
মানুষের কাছে অনুরোধ থাকবে তাঁরা যেন নিজেরা সচেতন থাকে, বাইরে বের হলে অবশ্যই যেন স্বাস্থ্য বিধি মেনে চলে মাস্ক ব্যবহার করে। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় করোনার প্রকোপ বেড়েছে। করোনা মোকাবেলায় ভেড়ামারা থানা সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।