ভেড়ামারা নকল বিড়ি ও নকল বিড়ি তৈরির সরঞ্জাম আটক করেছে কুষ্টিয়া ডিবি।
মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নকল বিড়ি ও নকল বিড়ি তৈরির সরঞ্জাম আটক করেছে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি চৌকশ টিম।
ডিবির এসআই লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ মে,২০২১) রাতে ডিবি পুলিশের পরিদর্শক আশরাফুল ইসলামের নেতৃত্ব এসআই লুৎফর রহমান, এএসআই রুহুল আমীন ও এএসআই, জোবায়ের হোসেনকে নিয়ে বাহাদুরপুর মোল্লা পাড়া এলাকায় অভিযান চালান।
এসময় জাহেরের পুত্র মোঃ জনির (৩০) বাড়ি থেকে ৪০ হাজার ৫০ শলাকা নকল সোনালী বিড়ি, ২৯ হাজার ৫শত শলাকা সাথী বিড়ি ও নকল বিড়ি তৈরির জন্য বিপুল পরিমাণ সরঞ্জাম আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জনি পালিয়ে যায়।
ঘটনায় সোনালী বিড়ি কোম্পানির ম্যানেজার অনুপ কুমার চৌধুরী বাদী হয়ে রবিবার দুপুরে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৯।