লালমোহন (ভোলা)প্রতিনিধিঃ
মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার শ্লোগানে ভোলার লালমোহনে দ্বিতীয় ভারের মতো জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।( ১ মার্চ ২০২১ ইং) সোমবার লালমোহন উপজেলায় সকল বীমা কোম্পানির আয়োজনে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। লালমোহন নিজনিজ বীমা কর্পোরেশন অফিস থেকে র্যা লীটি শুরু হয়ে চৌরাস্তার মোড়ে এসে সমবেত হয়। র্যা লী শেষে চৌরাস্তার মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান। তিনি বলেন বীমা নিয়ে একসময় মানুষের মধ্যে ভ্রান্ত ধারনা ছিল এখন সেটা আর নেই। এখন সবাই নিশ্চিন্তে বীমা করতেছে। যারা এখনও বীমা করেননি তাদের ও উচিত ভবিষ্যতের কথা চিন্তা করে বীমা করা। এখন বিভিন্ন পলিসির বীমা হচ্ছে। গ্রাহক তার পছন্দের মত বীমা করার সুযোগ রয়েছে। এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার জীবনবীমা কর্পোরেশনের ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান আরজু মুন্সি, আমজাদ হোসেন, হেলাল উদ্দিন, ইব্রাহিম হোসেন সহ স্থানীয় সকল বীমার কর্মকর্তাসহ বিভিন্ন গ্রাহকরা উপস্থিত ছিলেন।