ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোল্লাহাটে ১২০ কেজি পুসকৃত চিংড়ি মাছ জব্দ।
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
বাগেরহাট জেলার মোল্লাহাটের নাশুখালী চিংড়ি আড়ৎতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জেলি পুস কৃত চিংড়ি মাছ জব্দ করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)দুপুরে মোল্লাহাট উপজেলার নাশুখালী বাজারে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডলের নেতৃত্বে সর্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালানো হয়।অভিযান চলাকালে চিংড়িতে ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে এক ধরনের জেলি পুস করার সময় ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।
এসময় জেলি পুস কাজে নিয়জিত মামুনকে আটক করে।পরে ভ্রাম্যমান আদালত তার কাছ থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দিয়েছে।এসময় চিংড়ি ব্যবসায়ীরা পালিয়ে যায়।
সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বলেন, চিংড়ি আড়তে এক ধরনের জেলি পুস করা হচ্ছিল।অসাধু ব্যবসায়ীরা চিংড়ির ওজন বৃদ্ধি করার জন্য এক ধরনের জেলি পুস করে।যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।জব্দ করা ১২০ কেজি চিংড়ি মাটিতে পুতে রেখে ধ্বংস করা হয়।এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল।