মাইজ ভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে, যমুনা টিভি ও এনটিভির অপেশাদারি নিউজের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

অপরাধ ডেস্কঃ
গত ৩০ আগস্ট যমুনা টিভি ও এনটিভিতে একটি নিউজে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ‘মাইজভাণ্ডারী’ নামটাকে হাইলাইট করা হয়েছে। অথচ মাইজভাণ্ডার দরবার কখনো এমন শরীয়তবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, দরবার থেকে কখনো এমন নির্দেশনার প্রমাণ নেই। এমনকি ঐ ব্যক্তি একজন লালন ভক্ত ছিল বলে বলা হয়েছে। তাহলে কেন মাইজভাণ্ডার শরীফ এর কোন দায়িত্বশীল মহলের কাছে এ বিষয়ে কোন স্টেটমেন্ট না নিয়ে যমুনা টিভি ও এনটিভি একতরফাভাবে এ ঘটনাকে মাইজভাণ্ডারী কার্যক্রম হিসেবে তুলে ধরলো? এবং পোস্টটি একবার নয়, একাধিক বার তারা তাদের পেজে আপলোড করেছে।

আমাদের প্রশ্ন হল – ধর্মের নামে যারা ভন্ডামি করে, জঙ্গিবাদ করে সে জন্য কি দায় ধর্মের না ব্যক্তির? তাই বলে কি আমরা বলবো একজন মুসলিম, একজন হিন্দু অপরাধ করেছে! বিবেক আজ কোথায়!

মাইজভাণ্ডার শরীফ গাছতলার বটতলার দরবার নয়। ২০০ বছর আগে এ দেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সুফিবাদ চর্চার প্রাণকেন্দ্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ. কে. ফজলুল হক্ব, মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ সকল সময়ের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতারা এ দরবারের একনিষ্ঠ অনুরক্ত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে মাইজভাণ্ডার শরীফে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়েছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা এ দরবারে নিরাপদ আশ্রয় ও সহযোগিতা পেয়েছেন। মাননীয় রাষ্ট্রপতি, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারাও এ দরবারকে স্বীকার করে বাণী প্রদান করেছেন রাষ্ট্রীয় গেজেটে।

এছাড়াও মাইজভাণ্ডার শরীফ জাতিসংঘ, ইউনেস্কোসহ সারা বিশ্বে বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে ইসলামের পাশাপাশি বাংলাদেশেরও প্রতিনিধিত্ব করছে।

দেশের যে কোন দূর্যোগ সংকটে সবসময় এ দরবার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং কাজ করে যাচ্ছে। শুধুমাত্র করোনা সংকটের কথাই বলি,
হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট শুধুমাত্র করোনা মহামারিতে ৫ লক্ষ পরিবারকে ত্রাণ সহায়তা, ঢামেক, চমেক, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, পুলিশ প্রশাসন, ঢাকা, চট্টগ্রাম জেলা প্রশাসন, ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও সাংবাদিকসহ করোনা যুদ্ধে ফ্রন্টফাইটারদেরকে ৩০০০ পিপিই ও জনগণের মাঝে ২,০০০,০০ স্যানিটাইজার, সাবান, মাস্ক বিতরণ করেছে। মইনীয়া যুব ফোরাম রোদে পুঁড়ে বৃষ্টিতে ভিজে বিনা পারিশ্রমিকে কৃষকদের ধান কেঁটে দিয়েছে ৩২ জেলায়। শীতবস্ত্র বিতরণ করেছে এমনকি এখন বিনামূল্যে করোনা টিকা রেজিস্ট্রেশন করে দেয়া হচ্ছে।

এছাড়া মাদক, জঙ্গিবাদ, যৌতুক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা চালাচ্ছে মাইজভাণ্ডার দরবার। এ দরবার সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। সমগ্র বিশ্বে কোটি কোটি অনুসারী এ দরবারের মহত্ত্বেরই পরিচায়ক।

সেগুলোকে তোয়াক্কা না করে, যমুনা টিভি ও এনটিভি যে হীন কাজটি করেছে তা কখনো সাংবিধানিকতার মানদণ্ডে পড়ে না। এর মাধ্যমে মানুষের মনে মাইজভাণ্ডার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

আমরা সমগ্র মাইজভাণ্ডারী অনুরাগীরা এ দায়িত্বহীন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এমন শিরোনামযুক্ত ও তথ্যের ভুল ব্যাখাযুক্ত নিউজটি সরিয়ে নেয়ার জোড় দাবি জানাচ্ছি।

(মাইজভাণ্ডার দরবার শরীফ কতৃপক্ষর ফেইজ থেকে)




error: Content is protected !!