মিতুল হাকিমের দিকনির্দেশনায় বালিয়াকান্দিতে করোনাভাইরাস প্রতিরোধ সেচ্ছাসেবী কমিটি গঠন।।
মিঠুন গোস্বামী,জেলা প্রতিনিধি রাজবাড়ী;
করোনাভাইরাস প্রতিরোধ ও করোনাভাইরাস আক্রান্ত পরিবারকে সচেতন করতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিমের দিকনির্দেশনায় বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নে সেচ্ছাসেবী কমিটি গঠন।
আজ ১৯ জুন শুক্রবার বিকাল চারটার সময় নারুয়া বালিকা বিদ্যালয় মাঠে বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তুরানের নেত্রীতে নারুয়া ইউনিয়ন করোনাভাইরাস প্রতিরোধ মূলক সেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও নারুয়া বাজার বনিক সমিতির সাধারণত সম্পাদক গনি শেখ, নারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন হোসেন সহ নারুয়া ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীরা।
নারুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ৬ নং ওয়ার্ড মেম্বার সাইদ কে প্রধান করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
গনি শেখ বলেন মিতুল হাকিমের সাহায্যের পাশাপাশি আমিও ব্যক্তিগত ভাবে সেচ্ছাসেবী কমিটির সদস্যদের জন্য আরো সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড গ্লাভস, এন্টি ফগ ক্লিয়ার গগস, ফেস শিল্ড, হেক্সসল দিবো।
আমাদেরকে আশিক মাহমুদ মিতুল বলেন, করোনা পরিস্থিতেতে আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা সেই দিক নির্দেশনা মেনে কাজ করছি। এখন পর্যন্ত করোনার সময়ে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আমাদের মনোবল এবং রোগীদের সাহস যোগানো। এজন্য আমরা সবাই একসাথে কাজ করছি। করোনা ভাইরাসে এই সময়কালে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।
আমার জানতে পারি বালিয়াকান্দি উপজেলার সকল ইউনিয়নে সেচ্ছাসেবী কমিটি গঠন চলছে।