মুজিব শত বর্ষ উদযাপন উপলক্ষে চেয়ারম্যান নেওয়াজ নিশাতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

লালমনিরহাট প্রতিনিধিঃ জুলকার নাঈন

মুজিব শত বর্ষ উদযাপন উপলক্ষে বুড়িমারী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব,মোঃ আবু সাইদ নেওয়াজ নিশাতের উদ্যোগে বুড়িমারী ইউনিয়ন এর সকল ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি ৩০ আগষ্ট আজ শুভ উদ্ভোধন করা হয় তিনি বলেন জনসংখ্যার অধিক চাপে ফসলি জমি উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি, হরদম কাটা হচ্ছে গাছপালা,
মানছে না কেউ নিয়ম-নীতি তাই পরিবেশ আজ হুমকির মুখে।
ব্যাপক হারে গাছপালা ও ফসলি জমি বিলীন হতে থাকলে প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্ত হবে,
গাছপালা কাটার ফলে পাখিদের আশ্রয়স্থল কমে যাচ্ছে,হরদম গাছপালা কাটা হলে পাখিদের বংশবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে।বেপরোয়াভাবে কেউ গাছপালা কাটলে তেমন কোনো প্রতিবাদও হয় না এখন,
দাও ফিরিয়ে এ অরণ্য, লও এ নগর—কবির এ উক্তিতে প্রতীয়মান যে, বহুকাল ধরেই মানুষ সেই গাছপালা ঘেরা সবুজ পরিবেশে ফিরে যেতে চায়। কিন্তু হয়না,
কারণ কেউ এগিয়ে আসেনা শুধু মুখেই বলে।
মুখে বল্লে হবেনা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে গাছ লাগাতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর এক পৃথিবী উপহার দিতে হবে।
তিনি বলেন আমার বুড়িমারী ইউনিয়ন এর সকলে রেডি থাকবেন যে কোনো সময় আমরা গাছ নিয়ে হাজির হয়ে যাবো আপনার ওয়ার্ডে,
বৃক্ষ রোপণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ড সদস্য,ও,স্থানীয় আওয়ামী, ও,ছাত্রলীগ
নেতৃবৃন্দ।




error: Content is protected !!