মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঈদ-উল-আযহা কে সামনে রেখে চুরি-ডাকাতি রোধে রাতে পাহারা
হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঈদ-উল-আযহা কে সামনে রেখে চুরি-ডাকাতি ও আইনশৃঙ্খলার অবনতি বিশেষ করে গরু চুরি রোধে রাতে পাহারা থাকা সত্ত্বেও এলাকার তরুনদের কে নিয়ে বিশেষ পাহারার ব্যবস্থা করলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।
গত কয়েক দিন সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার সহ ২ জন অভিনব কায়দার গরু চোর গ্রেফতার করে।
গত বুধবার ১৪ জুলাই রাত ১০ টায় উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানিপুর বাজারে এই বিশেষ পাহারার উদ্বোধন করেন ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন।
এ-সময় উপস্থিত ছিলেন জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু জৈনসার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন পবিত্র ঈদ-উল- আযহাকে সামনে রেখে যাতে চুরি-ডাকাতি বৃদ্ধি না পায় সেই লক্ষ্যে আমরা পাহারা থাকা সত্ত্বেও তরুনদের সাথে নিয়ে জৈনসার ইউনিয়ন এলাকায় এই বিশেষ পাহারার ব্যবস্থা করেছি। জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়নে তরুনদের সাথে নিয়ে এই ব্যবস্থা করবো। সিরাজদিখান থানা এলাকায় যাতে করে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।