মুন্সিগঞ্জের সিরাজদিখানে হযরত পাঁচ পীর শাহ মাজারের বার্ষিক ওরশ উদযাপন।

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

মুন্সিগঞ্জের সিরাজদিখানে হযরত পাঁচ পীর শাহ মাজারের বার্ষিক ওরশ উদযাপন উপলক্ষে বাউল সঙ্গীতানুষ্ঠান হয়েছে। হযরত পাঁচ পীর শাহ মাজার ওরশ উদযাপন কমিটির আয়োজনে গতকাল শনিবার রাত সাড়ে টায় সিরাজদিখান বাজারের পশ্চিম পার্শ্বে অবস্থিত শিকদার ম্যানশন সংলগ্ন বালুর মাঠে এ অনুষ্ঠান হয়। সিরাজদিখান বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আঃ খালেক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ রাশেদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক,সিরাজদিখান বাজার বণিক সমিতির সভাপতি হাজী আঃ মান্নান শিকদার, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হক, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আঃ করিম, ইহাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন মিয়া, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক শেখ মোঃ জাকির, খিজির চৌধুরী, বিকল্প যুবধানা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান বাচ্চু, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসারোয়ারে আলম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদ লক্ষর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুসহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, হযরত পাঁচ পীর শাহ মাজার ওরশ উদযাপন কমিটির আহবায়ক মোঃ বিল্লাল হোসেন ও সদস্য সচিব মোঃ জাহিদ শিকদার।




error: Content is protected !!