মুন্সীগঞ্জের শ্রীনগর ওরশে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী টাস্কফোর্স অভিযানে আটক

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২২

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সিংপাড়া বাজারের মাঠে চাঁন মস্তান এর ওরশ মোবারক উপলক্ষে প্রতি বছরই মেলার আয়োজন করা হয় আর এর সুজগেই কিছু অসাধু লোক চালিয়ে আসছে জমজমাট মাদকের ব্যবসা প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও চলছিলো মাদক বানিজ্য
অদ্য ০৮/০৩/২০২২ ইং তারিখ গোপন সংবাদ মোতাবেক সময় বেলা ০২ :২০ ঘটিকা হইতে দুপর ০৪:৩০ ঘটিকায় পর্যন্ত শ্রীনগর উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) জনাব ব্যারিস্টার সজীব আহমেদ এর উপস্থিতিতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে শ্রীনগর থানাধীন সিংপাড়া বাজার বেলতলী স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামী (১) মোঃ জাহাঙ্গীর (৫৭) পিং মৃত তাজ উদ্দিন হাওলাদার সাং সিংপাড়া , (২) মোঃ আকিব (৩০) পিং মোঃ দেলোয়ার হোসেন সাং কামারগাঁও (৩) পান্নু (৪০)পিং মৃত এমতাজ সাং ফুলকুচি, সর্ব থানাঃশ্রীনগর ও জেলাঃ মুন্সীগন্জ্ঞকে গাঁজাসহ গাঁজা সেবন করার অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং (৪) মোঃ স্বপন (৩৫) পিংমৃত জসিম সর্দার সাংকাজীপাড়া থানাঃ শ্রীনগর (৫) মোঃ মুন্না (২১)পিং সেকান্দার হাওলাদার সাংইছাপুর (৬)শ্রাবন আহমেদ(২২) পিং আমির সর্দার সাং জৈনসার (৭) বাপ্পি আলম(২২) পিং শাহ আলম সাং ইছাপুরা (৮) ফারহান মাহাতাব(২১)পিং মহিউদ্দিন শেখ সর্ব থানাঃ সিরাজধীখান জেলাঃ মুন্সীগন্জ্ঞ এদের কে নেশা গ্রস্থ অবস্থায় জনসাধারনের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে ০৫(পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ৷মুন্সীগঞ্জ মাদক অধিদপ্তরের পরিদর্শক মোঃসাইফুল ইসলাম ভূঁঞা জানান সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখাই আমাদের লক্ষ্য আর অভিভাবকদের তিনি অনুরোধ করেন সন্তানের প্রতি লক্ষ রাখতে। শ্রীনগর উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) জনাব ব্যারিস্টার সজীব আহমেদ বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে তিনি সবার সহোযোগিতা কামনা করেন।




error: Content is protected !!