হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কঠোর লকডাউনে বসানো হয়েছে পুলিশের ১২টি চেকপোস্ট। সরকার নির্দেশিত এ কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন একাধিক ভ্রাম্যমান আদালত।একই সাথে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে ১২ টি চেকপোস্ট বসিয়ে পথচারীদের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।এদিকে, মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা ,অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই করা হচ্ছে আটক, দেওয়া হচ্ছে জরিমানা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সেনাবাহিনী, পুলিশ, বিজিপির টহল অব্যাহত রয়েছে। বিশেষ করে কাঁচাবাজার ও জনসমাগম হওয়ার স্থানগুলোতে পুলিশ টহল দিচ্ছে।একইসঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সিরাজদিখান থানার পক্ষ থেকে জনসচেতনতামূলক সতর্কবার্তা ও সচেতনতা বার্তা দিয়ে মাইকিং করা হচ্ছে।শনিবার (২৪ জুলাই) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে না চলায় ভ্রাম্যমান আদালতে ৯ টি মামলা হয়েছে। এতে জরিমানা করা হয়েছে ১৪ হাজার ৭শ টাকা।উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১২ টি চেকপোস্ট বসানো হয়েছে ।তিনি বলেন, লকডাউন চলাকালে আমাদের যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, তা আমরা যথাযথভাবে পালন করছি। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।