মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে মো.সেলিম (২৭) এক যুবক নিখোঁজ রয়েছে ।

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২২
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডহরি খালে বালুবাঝাই বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে মো.সেলিম (২৭) এক যুবক নিখোঁজ রয়েছে । রোববার ২১ আগস্ট বিকাল সাড়ে ৫ টায় উপজেলার মালখানগর ইউনিয়নের ডহরী নামক খালের নৌ টুল বক্সের সামেন এ ঘটনা ঘটে ।
এসময় ট্রলারে থাকা ৪ জনের মধ্যে ৩জন সাঁতরিয়ে তীরে ওঠে। নিখোঁজ মো.সেলিম (২৭) উপজেলার ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রামের বাসিন্দা। সাঁতরিয়ে তীরে উঠা হারুন বলেন,‘আমরা ৪ জন ছিলাম কিন্তু যার থেকে ট্রলার ভাড়া করি সে না এসে এক বাচ্চা ছেলে দিয়ে ট্রলার দেয়। এসময় বাচ্চা ছেলে ট্রলারটি নদীতে ঘোরানো সময় একটি বাল্কহেড আমাদের ট্রলার উপর উঠিয়ে দেয় এবং সাথে সাথে ডুবে যায়।
ট্রলারে আমরা ৪জন ছিলাম তার মধ্যে ৩জন সাঁতরিয়ে উপর উঠি। এরমধ্যে আমার খালাতো ভাই সেলিম তার কোন সন্ধান পাচ্ছি না ।’ সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক ¯স্থানীয়দের বরাত দিয়ে বলেন, চার বন্ধু ঘুরে বেড়ানোর জন্য নৌ টুল বক্সের সামনে থেকে একটি ট্রলার ভাড়া নেয়।
ট্রলারটি নদীতে ঘোড়ানোর সময় বালুবোঝাই একটি বাল্কহেডের সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায় । এ সময় সাঁতরিয়ে ৩ জন তীরে উঠতে সক্ষম হলেও সেলিম নামের একজন এখনো নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটিকে এখনো শনাক্ত করা যায় নাই । আমরা ফায়ার সার্ভিস ও ডুবরী দলকে খবর দিয়েছি । তারা পথে আছে আসলে উদ্ধারের চেষ্টা চলবে



error: Content is protected !!