মুন্সীগঞ্জের সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধের মাঝে ডিজিটাল নিরাপত্তা সংবলিত স্মার্ট কার্ড বিতরণ। 

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
মুন্সীগঞ্জ সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধের মাঝে ডিজিটাল  স্মার্ট কার্ড ও সনদ পএ বিতরণ করা হয়েছে গত ০২/১১/২২ইং তারিখ রোজ বুধবার সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ কার্ড বিতরণ করা হয়। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানের কথা চিন্তাকরে ১৪টি নিরাপত্তা সংবলিত স্মার্ট প্রস্তুতি নেয় সরকার সারাদেশে জীবিত এক লক্ষ তিন হাজার বীর মুক্তিযোদ্ধা পাবে স্মার্ট কার্ড অপর দিকে এক লক্ষ আশি হাজার মুক্তিযোদ্ধা পাবে স্মার্ট সনদ এই স্মার্ট কার্ড ও সনদে মুক্তিযোদ্ধারা বিশেষ আটটি সুবিধা ভোগকরতে পারবেন বলে যানাযায়।
এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শরিফুল আলম তানভীর। সিরাজদিখান উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন  সাবেক জেলা পরিষদের সদস্য যুদ্ধ কালীন কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ বাচ্চু, যুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন মুন্সী (ইপিআর) বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ খায়ের, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম বীমল, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম শেখ,বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন ভান্ডারী,বীর মুক্তিযোদ্ধা শেখ মোহন,বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, সহ মুক্তিযোদ্ধা বৃন্দ এসময় উপস্থিত বক্তারা  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তিনি ছিলেন জন্য নিবেদিত প্রাণ তারই রেখে যাওয়া সপ্নগুলোকে বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমরা মুক্তিযোদ্ধারা তার জন্য দোয়া করি, তিনি যেন হেফাজতে থাকেন।



error: Content is protected !!